হায় বিধাতা আজব তোমার খেলা
তুমি মহান পালন কর্তা,
কিছুই হয়না তোমার ইঙ্গিত ছাড়া
কার জন্ম শিশু কে তার মা
কার ঘরে কর সযত্নে লালন পালন
অপার তোমার মহা মিলন।
সেই শিশুরা নিশ্চয় একদিন
করবে সোনার দেশ শাসন;
মেয়র বিচারপতি প্রকৌশলী চিকিৎসক
সেদিন কিভাবে করবে তাদের স্মরণ
সেদিন কি লজ্জা পাবে নিলজ্জ জন্মদাতা
নাকি গর্ব করে পরিচয় দেবে
আমি ছিলাম তোমার বাবা।
ধিক তোমাদের নিলজ্জ স্ট্যাটাস
আচরে ক্ষত বিক্ষত করুক ক্যাকটাস
ক্ষতে জন্ম নিক মনুষ্যত্ব।
শিশু পল্লী তুমি মহা ভাগ্যবান
তোমার অগনিত গর্বিত সন্তান,
হায় বিধাতা আজ তবে বলে দাও
এই নিস্পাপ নাভিকাটা সন্তানের
কোন মায়ের পায়ের নিচে জান্নাত
কোন বাবার কাছে কত ঋণ?
রবিবার
১২ আশ্বিন, ১৪২২
২৭ সেপ্টেম্বর, ২০১৫
১২ জিল হজ্ব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ