ভেবে দেখো দেখি ছেলে
তোমার এমন বৃদ্ধ বয়সে
তোমার আদরের ছেলেমেয়ে
তোমায় রাখলে হেলা করে;
যে মা সোহাগ দিয়ে বড় করেছে
তখন তোমার কেমন লাগবে?
ঈদ কি কস্মলিন সফল হবে
চাঁদ কি শোভা পাবে নীলাকাশে
সমূদ্রের উত্তাল কি থাকবে থেমে
ভূমিকম্প কী হবেনা জমিনে!
নক্ষত্র কি খসে পড়বে পাতালে?
খোদার আরশ কী উঠবে কেঁপে?
কোনো কিছুই পারবেনা থামাতে
আমি তো পারছিনা কত চেষ্টাতে
দুঃখ কষ্ট বুকে চাপা দিতে-
যদিও মুহর্তে মুহর্তে প্রাণ ভরে
দোয়া মাগি খোদার কাছে;
সুখ শান্তি দাও সন্তানদেরে।
"প্রিয় বন্ধুবর; ঈদ মোবারক"
শুক্র বার
১০ আশ্বিন, ১৪২২
২৫ সেপ্টেম্বর, ২০১৫
১০ জিল হজ্ব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ