নারী হে তুমি-
জানো কি? তুমি শীতল কর ভূমি!
আমি হেরে যেয়েও তোমার কারনে আবার জেগে উঠি
সাগরে ভাসাই তরী, তোমার মোহনা খুঁজি,
খুঁজে কি পাই তবু তোমার সব হরিদ্রি!
তুমি যে প্রতিদিন এক একটা নতুন সূর্যরশ্নি
গ্রহ উপগ্রহের ওপর ফেলো অলক তোমার জ্যোতি।
নারী হে তুমি-
একবার ভেবো দেখো দেখি!
তোমাকে ছাড়া আমি কি কখনো সরিষা ক্ষেতে গিয়েছি
তোমাকে ছাড়া আমি কি একা একা ওই চাঁদ দেখতে পারি
ছাদে যেয়েও কার্নিশ থেকে ফিরে আসি
যখন দেখি সেখানে তোমার অনুপস্থিতি।
নারী হে তুমি-
তুমি ছাড়া ফুঁটে কি কভূ কোনো ফুলের কলি
পথ কি পায় পথের সঠিক গতি
নারী হে তুমি, তুমি পূর্ণ পৃথিবী।
বুধবার
০৮ আশ্বিন, ১৪২২
২৩ সেপ্টেম্বর, ২০১৫
০৮ জিলহজ্ব
ভালুকা, ময়মনসিংহ