আজ সব প্রোগ্রাম ভেস্তে দিয়ে
ভেবেছিলাম; তোমায় নিয়ে একটা কবিতা লিখব গোলাপ ফুল
তা আর হলো কই-
হঠ্যাৎ মাঝ পথে বাধা হয়ে দাঁড়াল হাছনাহেনা
সে ইতিমধ্যেই কখন যেনো ঘিরে ফেলেছে আমার চার পাশ,
সুবাস ছড়িয়ে বিদায় দিয়েছে অভিলাস,
সাগরের তীর ঘেঁষে ছিলো যেটুকু অবকাশ
সেও আশীর্বাদ করে না বলেই চলে গেছে আজ।
আজ আর সব প্রোগ্রাম বাকি রেখে
ভেবেছিলাম; তোমায় নিয়ে হারিয়ে যাবো বহুদূর
বন-বনান্তর, পথ-পথান্তর, দ্বিগিজয়ের দেশে!
তা আর হলো কই-
এর আগেই হাছনাহেনা মেলে দিয়েছে তার সিক্ত ডানা
আমার আকাশে তার শর্তহীন শুল্ক মুক্ত আজীবন ট্রানজিট।
সোমবার
২৩ ভাদ্র, ১৪২২
০৭ সেপ্টেম্বর, ২০১৫
২২ জিলক্বদ, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ