বাদশাহ্ আলমগীর প্রিয় পুত্রের প্রাণ ভিক্ষা চেয়েছিল
তাঁর নিজ প্রাণের বিনিময়ে,
আর আইলান; তুমি চাইলে তোমার বাবার জন্য
"বাবা, তুমি মরে যেও না"
তুমি বলতে পারতে ছোট্ট দুটি শব্দ "আমাকে বাঁচাও"
না- তুমি, তা বললেনা, তুমি বললে; বাবা মরে যেও না
তুমি যে- বিশ্ব বাদশাহ্ আইলান কুর্দি।
সত্যিকারের বাদশাহ্ কখনোই নিজের মৃত্যুকে পরোয়া করেনা
তাই তুমি দেখে দিয়ে গেলে,
রাষ্ট্র-নায়কদের চোখে মুখে নিজ আঙ্গুল দিয়ে কালিমা লেপে
বোদরাম সৈকতে নিজের প্রাণ উৎসর্গ করে
দাঁড় খুলে দিলে লক্ষ-কোটি অভিবাসী শরনার্থীর
যা যুগ যুগ পারেনি কোনো বিশ্ব মানবতা।
সমুদ্রে তটে নিথর তোমার দেহ পড়ে ছিলোনা,
তুমি ছিলে সিজদারত!
তাই যদি না হত;
তবে কত চেষ্টা করেও বাঁচাতে পারলোনা কাউকেই বাবা আবদুল্লাহ
এক এক করে হাত ছিটকে হারিয়ে গেলে তোমরা সমুদ্র উত্তালে
শুধু তোমার বাবা ছাড়া আর কেউ বাঁচলোনা কেন?
মা রেহাম ভাই গালিপ তারাও একসাথেই ছিল।
আজ অভিবাসীদের আনন্দ উল্লাসে স্বাগত জানাচ্ছে কেন?
তুমি এও প্রমাণ করে গেলে; সন্তানের কোনো প্রার্থণা-
সৃষ্টিকর্তা; অতি সত্বর পূরণ না করে পারেন না।
রবিবার
২২ ভাদ্র, ১৪২২
০৬ সেপ্টেম্বর, ২০১৫
২১ জিলক্বদ, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ