মা তোমাকে হয়নি বলা
আজও একটি কথা,
তুমি ছাড়া কিছুই যে মা
হয়না আমার পুরা।
টের পাইনা কোনো ক্ষুধা
তুমি যখন পাশে,
মাথায় হাত রাখলে মাগো
অমনি ঘুম চোখে।
তুমি আমার প্রাণের সখা
কেমনে দূরে যাই,
তুমি আমার ভালোবাসা
আঁচল ধরে রই।
তুমি ছাড়া একলা আমি
দুনিয়া আঁধার,
তুমি থাকলে জোছনা সবই
চারিধার আমার।
তোমার ছায়ায় তোমার কায়ায়
বাকি জীবন রেখ,
বৃদ্ধ হলেও মাগো আমায়
আদর সোহাগ দিও।
আমি তোমার ছোট্ট শিশু
যদিও আজ দাদা,
তুমি আমার প্রেমী যীশু
জান্নাত তোমার পায়া।
বুধবার
১৮ ভাদ্র, ১৪২২
০২ সেপ্টেম্বর, ২০১৫
১৭ জিলক্বদ, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ