রাক্ষুসীরা এখন ঘুমোতে যাও, আর জাগিও না
তোমরা জাগলে বেড়ে যায় বাজপাখিদের উপদ্রব
স্বপ্নপুরীকে জ্বালাও পোড়াও সোনারমাটিকে কাদাও
ঠেকানো যায়না শকুন চিলের আনাগোনা
বিচ্ছুরা রূপ নেয় ডাইনোসরের,  
তোমাদের কাছে এপাড় ওপাড় দু’পাড়ই সমান!
শান্তিতে ঘুমাতে পারেনা দেবতা সুলভ মা
কোন অপরাধ দোষী, গুলিবিদ্ধ- নিষ্পাপ ভ্রুণ?

তবে কোথায়? কার কাছে কার নিরাপত্তা?

তোমাদের বিচরণে পৃথিবী আজ প্রায় ধরাশাই
কুল কিনারাহীন অগ্নিলাভায় সমুদ্র উত্তাল,
নভোমন্ডলও ক্ষত বিক্ষত পুজবিদ্ধ ছিদ্র।

ফির যদি ফেরো প্রেত্মাতাকে আগে বলী দিও
শুদ্ধ হয়ে বিমুগ্ধ বিস্মিত নিশ্চিত করো!
তোমাদের ছানাপিনাদেরও শিক্ষা দিও
মনুষ্যত্ব ছাড়া শান্তি পাওয়া যায়না কোথাও।



রবিবার
১৫ ভাদ্র, ১৪২২
৩০ আগস্ট, ২০১৫
১৪ জিলক্বদ, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ।