মূহর্তে পাল্টে যেতে পারে অনেক কিছু
কদাচিত হইওনা নিরাশা
রশি টান পর্যন্ত অপেক্ষা কর,
ফসকে যেতেও পারে কালু জল্লাদের হাত
পিপীলিকা উছিলা!
যদি থাকে গুপ্ত কোনো পুণ্যি।
কপাল ঠুকিওনা, দিওনা দোষ
আমলে আনো অতীত কর্ম।



বৃহস্পতিবার
০৫ ভাদ্র, ১৪২২
২০ আগস্ট, ২০১৫
০৪ জিলক্বদ, ১৪৩৬

পলাশবাড়ী, গাইবান্ধা