ও পথ থেকে ফিরে এসো ছেলে
ও পথে থেকে কেউ কখনো কোনোদিন সুখী হয়নি
তুমিও হতে পারবেনা।
আঁধারের প্রাচীর ভেঙে আলোর পথে এসো
তারাগুলো অপলক দিক বিদিক করছে ছুটোছুটি
তুমি হাত বাড়িয়ে দাও, পেয়ে যাবে
তোমার জন্যই করছে অপেক্ষা।
মাদক আসক্ত মরণ খেলা!
এ খেলায় কেউ আজ অবধি জিততে পারেনি
তুমিও পারবেনা।
এখনও সময় আছে ফিরে এসো মেয়ে
মূহুর্তে ছিন্ন ভিন্ন ওলোট পালোট করে দেয় পৃথিবী
তোমার তন্ত্রে তন্ত্রে ঢুকে হারাম করে দেবে ঘুম
জানোতো; ঘুমায় না কারা?
ত্রাসের পথ থেকে ফিরে এসো প্রিয়
ও পথে তুমি কেনো হাঁটবে?
ও পথ একাকীত্ব, নৈরাজ্য নৃসংশ ধ্বংসের
আর তুমি- সুবোধ যুবক
তোমার বাহুর শক্তিতে পৃথিবী থরথর কাঁপে
আজকের নব অপশক্তি নির্মূল হবে তোমার হাতে।
ওই দেখো- ওই দেখো প্রিয়
কারা যেন আসছে তোমার দিকে সাদা পতাকা হাতে
শুভ্র ভোরের বার্তা নিয়ে, সাথে হাসনাহেনা বকুল
- তুমি ওদের দলের একজন।
নিশ্চয়ই এবার চামচিকা জোনাকিরা যাবে অবসরে
লক্ষ কোটি অযুত নিযুত তারা জ্বলবে ঘোর আঁধারে।
বুধ বার
০৪ ভাদ্র, ১৪২২
১৯ আগস্ট, ২০১৫
০৩ জিলক্বদ, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ