আমি চাইনা আমার জন্য হীরা জহরত মনি মুক্তা
আমি চাই স্বচ্ছ জল
যে জলের সাথে করবেনা কেউ কখনো কিঞ্চিত ছল।
আমি চাইনা আমার জন্য চন্দ্র সূর্য গ্রহ-গ্রহানুপূঞ্জ নক্ষত্র
আমি চাই খোলা আকাশ
যে আকাশের নিচে নির্বিঘ্নে সবার অনুপম বসবাস।
আমি চাইনা দুর্গন্ধ রক্ত মিশ্রিত মুকুট রাজ সিংহাসন
আমি চাই মুক্ত বাতাস
যে বাতাস দেয় সবাইকে ভালবাসার বুক ভরা শ্বাস।
আমি চাইনা অন্যের ক্ষেত দখল
আমি চাই শুধু এতটুকু বল
যে বলের কাছে পরাস্ত মিথ্যে কুট কৌশল।
আমি চাইনা অযুত নিযুত নকল ফুলের বাগান
আমি চাই সদ্য ফোঁটা একটা সত্য ফুলের ঘ্রাণ
যে ফুলের ঘ্রাণে নষ্ট নেতারা ফিরে পাবে তাদের সুজ্ঞান
দেশ কিংবা দেশের বাহিরে সারা বিশ্ব জুড়ে ঐক্যতান
মরণ যুদ্ধ থেমে- করবে; কল্যাণের পথে দৃঢ় আহ্বান,
আর কাঁদা ছোড়াছুঁড়ি নয়- সেই হাতে শান্তি স্থাপন।
বুধবার
০৪ ভাদ্র, ১৪২২
১৯ আগস্ট, ২০১৫
০৩ জিলক্বদ, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ