এটাই আমার পরম পাওয়া
তুমি এসে করলে দেখা,
যখন আমি কাফনে মোড়া
ভাঙ্গলো আজ আড়ি খেলা।
শেষাবধি ঠিকই ছুঁইলে তুমি
মুখখানি অতি আপন করে,
তোমার আঁখির সাগর জলে
আমার কবর দিলে ভেসে।
সবই এখন বৃথা প্রচেষ্টা;
মলিন আকাশ গ্রহ তারা,
কিছুতেই আর হবেনা ফেরা
যদিও দাও জান বদলা।
সোমবার
০২ ভাদ্র, ১৪২২
১৭ আগস্ট, ২০১৫
ভালুকা, ময়মনসিংহ