ইচ্ছে করেই যাইনা আমি
রাণী তোমার বাড়ি
গল্প একবার করলে শুরু
কুঁচকাও উরু ভুরু,
নদীর জলে নহর দেখো
শ্যাওলায় খোঁজ মুক্তা,
মরু প্রান্তে বীজ বোনো  
শূন্যে অট্টালিকা।
ভাবের বুকে মাথা রেখে
চাঁদের খেলা শুরু;
ইচ্ছে মত চালাও গাড়ী
চট্রলা হতে চিলাহাটি,  
দুপাশে ছড়াও ফুলের ঝুড়ি
আঁধারের জোছনা,  
তারার দেশের রাণী তুমি
বিনিদ্রা সুখ রজনী।



বৃহস্পতিবার
২৯ শ্রাবণ, ১৪২২
২৭ শাওয়াল, ১৪৩৬
১৩ আগস্ট, ২০১৫

ভালুকা, ময়মনসিংহ