তুই যদি কথা আর নাই বলিস
তবে সেল ফোনটা কাঁদবে জানিস
বাটন গুলো মলিন দ্যাখিস।
তুই যদি আর নাই ডাকিস
তবে কেনো চুপিচুপি দাঁড়িয়ে থাকিস
কার অপেক্ষার প্রহর গুনিস।
তুই যদি আর নাই হাসিস
তবে চোখের কোণে চোখ ফেলে কি খুঁজিস
হৃদয় ঘরে কেনো দাবা খেলিস।
তুই যদি আর নাই লিখিস
তবে কেনো ফেসবুকে কমেন্টস দিতিস
মেইল আইডি রিকোয়েস্ট করিস।
তুই যদি আর নাই আসিস
তবে ওই দূর আকাশে আমায় খুঁজিস
নীলিমাদের যেমন দ্যাখিস।
তুই যদি আমায় আর নাই ভাবিস
তবে আমার কবরের জায়গা তৈরী রাখিস
তোর আঁচলে দাফন সফল করিস।
বুধবার
২৮ শ্রাবণ, ১৪২২
১২ আগস্ট, ২০১৫
২৭ শাওয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ