ক)
ব্যাংক টাকা প্রদান করে ঠিক
অনুমোদনের এখতিয়ার রাখেনা
শ্রম, মেধা আর দক্ষতা দিয়ে-
অধিকার আদায় করে নিতে হয়।
খ)
ফয়দা লুটেছো সবাই ঠিক ঠাক
কিন্তু যে ন্যায্য আন্দোলন করল- সে কি পেলো?
ক্ষমতা চ্যুত, ঘর ছাড়া, স্তব্দ!
কৃতজ্ঞতা ভরে প্রাণ খুলে অন্তত আশীর্বাদ কর।
গ)
কষ্টে উপার্জিত ধন
কোটি প্রেম- সন
সহজে হারাবার নয় কখন,
সবার মাঝেও সুবাস ছড়ায় সমান।
ঘ)
সত্যের বাতি
সদা সর্বদা ধিকিধিকি জ্বলে,
মিথ্যে আলোক বর্তিকা
দফ করে নেভে।
ঙ)
শক্তিধর এক সময় এমন হারা হারে-
প্রায় অস্তিত্ব বিলীন,
আর নিয়মতান্ত্রিক যারা-
দেরীতে হলেও তাদের জয় সুনিশ্চিত।
বুধ বার
২০ শ্রাবণ, ১৪২২
০৫ আগষ্ট, ২০১৫
১৯ শাওয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ