ঘুঘু, তুমি প্রতি দিন
খেয়ে যাও বিন্নি ধান
এই নাও আজ আরো
এনে দিও শাহী পান
সাথে খাটি জুগি চুন
দারু মিষ্টি আদা নুন।

ঘুঘু, তুমি প্রতি দিন
খাও চিনি পাতা দই
মাছ ভাজা রুই কই
তাতে ঠিক ঠিক সই
এনে দিও চির ধন
প্রেম প্রেমি সুশ্রী মন।

ঘুঘু, তুমি প্রতি দিন
খেয়ে যাও নারু ফিন্নি
এই নাও আজ আরো
শুধু শুভ্র পাখা মেলো
পৌঁছে দাও বিশ্ব বার্তা
কারো সাথে নয় হিংসা।

ঘুঘু, বার বার তাজা
রুটি খাও ঘিয়ে ভাজা
তাতেও নেই কোন মানা
আনতে ভুলোনা মণি মুক্ত
রাস্তার দুপাশে স্বর্ণ রৌপ্য
সুখ সত্যে সারা বিশ্ব।



মঙ্গল বার
১৯ শ্রাবণ, ১৪২২
০৪ আগস্ট, ২০১৫
১৮ শাওয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ