আশা নিরাশার মাঝে কে আমায় ডাকে!
উকি দেয় বারে বারে আমার ভাঙা ঘরে
ঘোর নিদ্রা থেকে আচমকা জেগে তুলে  
জোড়া ঘোড়া ছুটতে চেয়ে ফের পিছু হটে।

ভোর হওয়ার কালে দোলনার কোলে
আবার আমায় আবেশি ঘুমিয়ে
একা একা সে- সূর্যের সাথে মাতে।

মায়াবি মায়াবি জালে আমায় জড়িয়ে
আরও কত খেলা খেলবে এমন করে;
কখনো জোনাকি
কখনো ময়ূরি
কখনো প্রজাপতি,
চাঁদের আলোয় তারার লুকোচুরি
কখনো মেঘে মেঘে কোলাকুলি
সুবাস ছড়ায় বকুল হাসনাহেনা,
কখনো চুপিচুপি কাটা বিঁধে গোলাপ ধুতরা,    
আরও কত রঙে রাঙিয়ে শেষ এই রজণী!



রবিবার
১৭ শ্রাবণ, ১৪২২
০২ আগষ্ট, ২০১৫
১৬ শাওয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ