যার কথা ভেবে ভেবে
রাত দিন ভোর আসে
কষ্ট তারা হয়ে জ্বলে
দুঃখ চাঁদ হয়ে ভাসে,
সে আমার মোহাম্মদ।

যাকে হৃদয়ে ধারন করে
পথ চলতে সহজ লাগে
বৈরী হাওয়া শীতল হয়
নদী হাওড় নহর হয়,
সে ভূলকের আলামীন।

যার কারনে মদীনা হাসে
মক্কা নগরী আজও কাদে
যার নাম বেহেস্তে লেখা
বন্ধ হয় দোযখের দরজা,
সে আমার প্রিয় রাসুল।



শনিবার
১৭ শ্রাবণ, ১৪২২
০১ আগষ্ট, ২০১৫
১৫ শাওয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ