জেনে শুনে অথৈ জলে নেমে
সাঁতরাবেনা! তা হয়না!
আরাম আয়েস, হাত-পা গুটানোর প্রয়াস
বোকামি! বোকামি! ভীষণ চরম ভোগান্তি!
হাবু ডুবু খেতে খেতে তীরেও যাবেনা পৌঁছা
মাঝ পথে জলজ প্রাণীর খাদ্য
কীট পতঙ্গের আনন্দ উল্লাসের মধ্যমনি।
অথৈ জলে নেমে নয় কোন বাদ বিচার;
কীট-পতঙ্গ, ফিস-নফিস,
পোকা-মাকড়, আগাছা-গাছ সব-সব,
সবকিছু ভোগের প্রস্ততির প্রস্ততি।
তবে আর নয় ভয়, পিছুপা- কাল ক্ষেপন,
কাদা, গভীর-অগভীর, যাই পড়ুক সন্মুক্ষে
এমনকি জলের অবর্ণ।
শুক্রবার
১৬ শ্রাবণ, ১৪২২
৩১ জুলাই, ২০১৫
১৪ শাওয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ।