বারান্ধায় আর না দাঁড়িয়ে
চল এখুনি বৃষ্টিতে ভিজি
এমন রোদ-বৃষ্টি সব সময় এক সাথে হয়না,
কতদিন আগে একসাথে ভিজেছিলাম দু’জন
তোর কি তা মনে পড়ে!
তখন কেনো ভিজেছিলাম;
বুঝে না বুঝে, না খেয়ালি-হেয়ালি
তাও কি তোর মনে পড়ে!
তুই বর্ষি হাতে পুকুর পাড়ে আমি পেয়ারা গাছে
তোর হাতের কালো জামের দাগ
লেগে আছে আজও আমার এই ওষ্টে।
টুপ-টাপ, টুপ-টাপ বৃষ্টি .........
তুই আর আমি ছাড়া কেউ ছিলনা আশে পাশে
মনে পড়ে- তখন তোর বয়স কত ছিল?
আমার যতটুকু মনে আছে;
অর্ধ ফ্রোক ছিলনা তোর এই গড়নে
সেই দিনটা আজ হলে কেমন হয়!
আজও কেউ নেই
তুই আর আমি ছাড়া এই তল্লাটে।



বৃহস্পতিবার
০৮ শ্রাবণ, ১৪২২
২৩ জুলাই, ২০১৫
০৬ শাওয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ