হাইসা হাইসা বন্ধু তুমি মন নিলা কাইড়া
যাবার বেলা গেলা তুমি আমায় না বইলা!
খুঁজি আমি হেথায় সেথায় পানের বাটা লইয়া
পরাণটা উথাল পাথাল তোমার খোঁজে মরিয়া
নদীর ঘাটে যাইয়া দেখি- যাচ্ছ পাল তুলিয়া।

এমন করে যাইবা ভুইলা বন্ধু বুঝতে দিলানা
ফিরা ফিরা ডাকলাম কত দেখলানা চাইয়া
পাখিরা সাথে সুর বাঁধলো তুমি শুনলানা,
নদীর স্রোত গেলো উল্টা তবু বুঝলানা!
মাঝির বৈঠা গেলো পইড়া তুমি মানলানা।

বন্ধু তুমি দোলা দিয়া আউলা বাউলা কইরা
ঝড় বাদল আর মেঘলা আকাশে ছাইয়া ...
আমায় পৈতা পড়াইয়া যাইতে পারলা চইলা!
আমার অবুঝ মনটারে এহন বুঝাই কী দিয়া
ফিরা আর আইবা কিনা গেলানা বইলা।



বুধবার
০৭ শ্রাবণ, ১৪২২
২২ জুলাই, ২০১৫
০৫ শাওয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ