এলোরে এলো খুশির ঈদ এলো
ফকির রাজা সবার নয়া জামা জুতো
হাসির বানে সবই আজ অথৈ আলো
মনের কোনে যত লুকানো দুঃখ ছিল।

সেমাই নারু মুড়ি সবার ঘরে ঘরে
প্রতিটি দিন যেন এমনি করে আসে,
পুরনো সব ভুল-ত্রুটি, গ্লানি ভুলে।
  
গরীব ধনী সবাই কাধে কাধ মিলে
মাগচে দোয়া চোখের জল ঝরে;
মোদের দিও প্রভু- তুমি ক্ষমা করে

প্রশ্রয় দেবোনা কভু হিংসা-দ্বেষকে
দাঁড়াই যেন আমরা একে অন্যের পাশে
তাঁর আঁচড়, কাটা কিংবা ফুল ফলে।



শুক্রবার
০২ শ্রাবণ, ১৪২২
১৭ জুলাই, ২০১৫
২৯ রমজান, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ