ক)
খেয়াল রেখো অন্যের সম্মান ক্ষুন্ন করতে যেয়ে নিজেকেই হেয় করলেনা তো!


খ)
সাবধান! যাকে তুমি তোমার শিকারের খদ্দের ভাবছো সেই হয়ত ছদ্মবেশে ওঁত পেতে আছে তোমার  কু-কীর্তি ধরার জন্য।


গ)
কুশ্রী নতুন বউ ঘরে আসলে পুরাতনের ঘরে ভাটা পরে ঠিক, তবে অসময়ে সেই আগে এগিয়ে আসে, নতুন পারলে ভাগে।



শুক্রবার
২৬ আষাঢ়, ১৪২২
১০ জুলাই, ২০১৫
২২ রমজান, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ