চাঁদ চাইনা- চাইনা সূরুজ
চাইনা মোহর অগাধ দরাজ
চাই যে শুধু তোমার দিদার  
- মদিনা মনোয়ারা
তবেই আমার ঘুচবে আঁধার
মিটবে সকল চাওয়া পাওয়া।
খোদা তুমি রহম করো-
রাসূলের নূরাণী মোবারক
অন্ততঃ খোয়াবে একবার,
নসিব করো;
সাফা-মারওয়া, কাবা
মাকামে ইবরাহিম।



রবিবার
২১ আষাঢ়, ১৪২২
০৫ জুলাই, ২০১৫
১৭ রমজান, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ