তুমি আসবে- আসবে বলে
প্রতিক্ষা- প্রতিক্ষা- প্রতিক্ষা
সাজ- সাজ- রব!
দিন ক্ষন সব কিছু ঠিক ঠাক
ক্লিনিক চিকিৎসক আয়া ধাত্রী।
অবশেষে তুমি আসলে
তোমার অনিচ্ছা সত্বে;
মায়ের আশীষ হতে পৃথিবীতে-
সবাইকে ডামা ডোলে জানান দিলে।
ফেরার সময় চলে গেলে
অতিব নিরবে নিভৃতে-
কাউকে কিছুই বললেনা
বুঝতে দিলেনা নিজেকে
তোমার প্রয়োজন ফুরে গেছে।
রবিবার
১৭ জ্যৈষ্ঠ, ১৪২২
৩১ মে, ২০১৫
১২ শাবান, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ