তোমরা প্রমাণ করতে চাইলে করো গিয়ে
আমি আর চাইনা অন্ধে হাঁটতে
পুনঃ- পুনঃ বার হারতে!
আমি শত সিদ্ধ প্রমাণিত;
এক বার, দুই বার, তিন বার নয়- তত বার!
প্রতি বার গেছি; পিছে- পিছে- পিছে।
  
অসাধু পথে যা কিছু করেছিলাম অর্জন
ক্ষণিক তা দিয়েও ছিল গর্জন
মিছে- মিছে ছিল, সেই সব সন্মান!
ধুকে ধুকে  কখন যেনো পুঁজি সমেত
রসাতলে গেল আমার যত্নের উতকোচ!
মাঝ পথে গায়ে গাদা গাদা কাদা  
আর শুধু শুধু কিছু বিষ কাটা
চিলা কোঠা শেষ- ঢের ফাঁকা।

ইলিশ একবার আধবার পঁচলে
কোন- কর্তা তার দিকে ফিরে ফিরে দেখে?
নাক চেপে অন্য পথ ধরে।



১৬ জ্যৈষ্ঠ, ১৪২২
৩০ মে, ২০১৫
১১ শাবান, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ