কবর গোনছে প্রতিটি প্রহর
মুহর্তে মুহর্তে এলার্ম; খবর
ভূমিষ্ঠ হওয়া অবধি বার্ধক্য
শৈশব-কৈশোর-যৌবন।
কালো চুল এক দুই সাদা
মনে করে দেয় সেই বার্তা!
চুল ঝরা, ভুরু কুচ বাকা
মনে করে দেয় সেই বার্তা!
চোখ নিচে কালো দাগ
মনে করে দেয় সেই বার্তা!
মারী দাত নড়া চড়া খসা
মনে করে দেয় সেই বার্তা!
চর্ম ঝুলে আলু থালু
মনে করে দেয় সেই বার্তা!
লাঠি ঠেসে পথ চলা
মনে করে দেয় সেই বার্তা!
আজ পূজি হল কত?
দ্রুত ফুরে যাচ্ছে হেলা বেলা।
শুক্রবার
০৮ জৈষ্ঠ্য, ১৪২২
২২ মে, ২০১৫
০৩ শাবান, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ