আমার কী আছে সাধ্য
তোমার হতে পারি অবাধ্য
তুমি করলে ধন্য!
কার স্পর্ধা? করে অমান্য?
আমি অতি অতি নগন্য
তুমি জান আমার মন-কল্প
দাও আরো আরো ধৈর্য
রাখো ওভার লোডে সুদক্ষ।
তুমি সাগরে ভাসাও দ্বীপ
পাহাড়ের গুহায় প্রদীপ
পাথর অন্তরে বাঁচাও কীট
সৃষ্টিতে করোনা রিপিট।
তুমি হও বললে হয়ে যায়
মৃত্যুকে করাও জেন্দা।
যতোই হোক কেউ অবর্ণ
তুমি দানিলে তা মহা ধর্ম
গোটা বিশ্বে এক দৃষ্টান্ত!
তুমি সবার একমাত্র উপাস্য।
রবিবার
০৩ জৈষ্ঠ্য, ১৪২২
১৭ মে, ২০১৫
২৭ রজব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ