আকাশ সমান দয়া তোমার
বাতাস সমান সৌরভ
হিমালয় সমান দিল তোমার
নদীর মতন বহমান ...
আঁকাবাকা পথে চল অবিরাম
উজানে ফেরোনা কখনো।
সমূদ্রে গড় নহর বহর
শ্যাওলায় আঙ্গুর কিসমিস।
তোমার ছায়ায় পাপ মোচন
পূর্ণ করো পুণ্যিতে।
তুমি সব দীনের পূর্ব দিগন্ত
ঘোর আঁধারের পূর্ণিমা।
তোমার গর্বে গৌরব আমার
হত নিরাশায় প্রেরণা।
শুক্রবার
০১ জৈষ্ঠ্য, ১৪২২
১৫ মে, ২০১৫
২৫ রজব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ