তাহার নামটি অঞ্জনা
আদর সোহাগে আটখানা
হাঁটলে কারো চোখ ফেরেনা
পূর্ণাঙ্গ প্রভাতি বেদেনা।
শুরু করলে সে বন্দনা
অ-আ থেকে চন্দ্র বিন্দু
খুলে দেয় মনের সিন্ধু-
রঙ গুলো আরো আশকারা।
বাইকের পিছে সে- একাধিক নেয়না
স্টার্ট দেয়না হেলমেট ছাড়া,
এপ্রোন রেইন কোট নিতে ভুলেনা
ছিট বেল্ট বাধা ছাড়া গাড়ি ছাড়েনা।
অঞ্জনা এক্সপার্ট; বাজাতে খঞ্জনা
মনে সুখ ধরলে গান ছাড়েনা-
বন বিলাস আবাস নয়নাভিরাম
তিস্তার গা ঘেঁষা বালিডাঙ্গা।
ভাবনার ঘরে সে- আর এক অনন্যা
কিছুই তাতে বাদ পড়েনা,
ড্রেস আপেও সৃজন যেমন
মনটাও সিরিয়াস ফ্রেশ তেমন।
বুধবার
৩০ বৈশাখ, ১৪২২
১৩ মে, ২০১৫
২৩ রজব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ