আমার পরাণ তোমায় করলাম দান
কোনো পৃথিবীই নয় যার সমমান!
বিনিময়ে চাইনা আর কোনো অবদান
শুধু রেখো আমার নিখাঁদ প্রেমের সন্মান।

আমায় যত পার কর কর অপমান
তবু ফিরিয়ে দিওনা রুমাল-কলম
বৃত্তির তহবিলে কেনা মহা মূল্যবান
তোমার প্রেরণায় করেছি যে অর্জন।

আমার বুক ফাটা জমিন দিলাম তোমায়
তাতে ছোঁয়া দিতে পার হাত কিংবা পায়
পাঠাতে পার সাগড় কিংবা ফুল বাগিচায়
শুধু রেখো আমায় তোমার মন আয়নায়।




২২ বৈশাখ, ১৪২২
০৫ মে, ২০১৫
১৫ রজব, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ