বিধি যখন বাম
অতীত সুনামও তখন দুর্নাম
আসে যত পয়গাম
জুড়ায়ে দেওয়া তাতে লাগাম।
স্বাধীন অন্য গ্রাম
ক্ষত-বিক্ষত পতাকা রক্ত ম্লান
বৃথা আশা ব্যঞ্জণ;
লক্ষ্য উৎক্ষেপণ হলে অনুমান,
ভর করে কলঙ্কও
চৌদ্দ পুরুষের দহরম মহরম।
বিধি যখন ডান
বর্তমান ভবিষ্যত তখন অনন্য
হাসফাস ধন্য ধন্য
মুঠোয় পুরাধণ পূর্বাকাশ ভূবন।
২১ বৈশাখ, ১৪২২
০৪ মে, ২০১৫
১৪ রজব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ