ক)
তোমার কেউ ক্ষতি করলেও
চেয়োনা তাঁর- তার কিঞ্চিত,
তবে তুমিও হবে ক্ষতি গ্রস্ত!
তাঁর ক্ষতি সে নিজেই করল।


খ)
প্রতিপক্ষ বন্ধুর সাফল্য
হাসি-খুশি মেনে নাও,
অন্ত-মনের বিকাশ ঘটাও
স্বীয় সাফল্য তবেই প্রফুল্য।


গ)
বিশ্লেষন কর স্বীয় কর্মক্ষমতা
পাশাপাশি পরিবেশ পরিস্থিতি
সমকোণ, অনুকুল, প্রতিকুল-
অতঃপর পরিমাপ কর সাফল্য।


ঘ)
অবাক তুমি একা হওনি
হতবাক আমরাও!
গণতান্ত্রিক দেশে প্রশাসন প্রটেকসনে
এমন ন্যাক্কার জনক কান্ড!
এই লজ্জা একক কোনো পক্ষের নয়  
হতভাগ্য গোটা জাতির।



১৮ বৈশাখ, ১৪২২
০১ মে, ২০১৫
১১ রজব, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ