তোমাকে প্রাণ-পণে  
অতি ভালোবাসি বলে
হে-প্রিয়;
তীব্র শীতকে উপেক্ষা করে
আরাম আয়াস বিসর্জনে
একলা জাগি নিশুতি রাতে,
তাহাজ্জদ পড়ি হৃদয় চিত্তে
ধীর অপেক্ষা করি;
থাকি কান- পেতে
কখন ফজরের আজান
-মসজিদে যাই ছুটে।

ফির অপেক্ষা করি;
যোহর, আছর, মাগরিব-এশা
তুমি যে আমার পথের দিশা-
তোমার সাথে হলে দেখা
দিদারে দিদারে হয় কথা।

কখনো কখনো তোমার পথে  
হাঁটতে- উঠতে- বসতে-
যদিও আমার অনেক কষ্ট হয়
তবুও নেইনা ছলনার আশ্রয়
পরের ওয়াক্তে এসে-
কি জবাব দেবো তোমায়।

তোমাতে যে পরম সুখ পাই
তা-আর কোন কিছুতেই নাই,  
তোমার প্রেমে যে মজে নাই
তার চক্ষু আজও খোলে নাই।



১১ বৈশাখ, ১৪২২
২৪ এপ্রিল, ২০১৫
০৪ রজব, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ