কি জানি নাই
কী জানি নাই
তুমি কাছে নাই
তাই কিছু নাই
ভয় সাহস নাই
আলো আঁধার নাই
হাওয়াও নাই।

কাজে মন নাই
ভাল মন্দ নাই
সাধে মন নাই
আগে পাছে নাই
ডানে বামে নাই
মাঝে মধ্যেও নাই
মনেও মন নাই।
তবে গেল কই?

বিলে ঝিলে নাই
স্রোত শ্যাওলায় নাই
জোঁয়ার ভাটায় নাই
শুষ্ক আদ্রতায় নাই
খরা বর্ষায় নাই
আম জামে নাই
কাঁঠাল লিচুতে নাই
আমলকি তেতুলে নাই
কচু বেগুনেও নাই।

কিল ঘুষিতে নাই
শয়নে সপনে নাই
আসমানে নাই-
জমিনেও নাই ...
এখন কোঁথায় যাই
ভেবে নাই পাই!
শুধু একটা মাত্র নাই
তুমি আছ কই?
তবেই হবে সব সই!



০৮ বৈশাখ, ১৪২২
২১ এপ্রিল, ২০১৫
০১ রজব, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ