আজ থেকে আর নয় বৃদ্ধাশ্রম
মা- জোড় হাত ফিরে চলো বাড়ি,
কোন কিছুতে আমার এই মহা অন্যায়
কভূ ক্ষমার যোগ্য নয়,
আমি মহা গুণাহগার পাপীষ্ঠ!  
যত পার আমার এই শিণায়
তীর্যক বেত্রাঘাত কর -বাবা।

কত কষ্টে লালন পালন করেছ আমায়
কত আদর দিয়েছ কত সোহাগ দিয়েছ
দিয়েছ স্নেহ-মায়া-মমতা,
ভুলেও পড়তে দাওনি শরীরে ফুলের আঁচর
জেগেছ রাতের পর রাত।

আর সেই আমি- আজ তোমাদের
এত দূরে দূরে রাখছি!
আমার আরাম আয়েস ভাবছি!
শিশু কালের অসহায়ত্ব ভুলে যাচ্ছি!

মা- তোমার পদতলে আমার স্বর্গ
খোদার পরে তোমাদের অবস্থান।



০৬ বৈশাখ, ১৪২২
১৯ এপ্রিল, ২০১৫


ভালুকা, ময়মনসিংহ