ওরে তোরা চলে যাস-নে
             পিছু হটিস-নে,
মেঘের আড়ালে সূর্য হাসে
            ভুলে যাস-নে।

ওরে তোরা ভয় পাস-নে
      নব উদ্যমে এগিয়ে চল,
সত্যের ওপর মিথ্যে-
     দীর্ঘস্থায়ী নয় কখনো।

ওরে তোরা মিছে ভাবিস-নে
     জয় তোদের হবেই হবে,
হাল ছাড়িস-নে-
  আরও উর্বর কর বীজ তলা।

ওরে তোরা নিচে নামিস-নে
                 হতাস হস-নে,
হারানো পথ; পথ দেখে দেবে
        আসল পথের ঠিকানা।



০১ বৈশাখ, ১৪২২
১৪ এপ্রিল, ২০১৫
২৪ জমাদিউস সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ