কি নিয়ে আর এগুবে তুমি
তোমার আর কিছুই নেই!
কখনো ভেবোনা দ্বিতীয় আর এমনটি
যা আছে তা নিয়েই পথ হাঁটো
হাঁটতে হাঁটতে তাঁকিয়ে দেখো;
এখনও তোমার জন্য অপেক্ষায় রয়েছে কত
পৌঁছায়নি তোমার কাছে তাদের তাকওয়া।
অটুট থেকো!
ঝড়-ঝাপটা, শিলা-বৃষ্টি, কখনো বন্য
এসব অন্য কিছুই নয়!
জীবনেরই একটা অংশ।
পরাজয় ভেবোনা কোনো কিছুতে
এমনকি পরাজিত হলেও।
ভেবো;
গোড়ায় আরও বেশি পানি ঢালো
ছাঁটতে হবে আগাছা, পরগাছা
যে ডাল গেছে শুকে
তা করতে হবে তরতাজা-
নিশ্চয়ই পুস্প-ফলে পড়বে নুয়ে।
বুধবার
২৪ চৈত্র, ১৪২১
০৮ এপ্রিল, ২০১৫
১৭ জমাদিউস সানি, ১৪৩৬