১)
ঘেউ ঘেউ ঘেউ
আরো হাড় গোস খা- এই!
তবু ঠিক ঠিক দিস পাহারা
চোর-ডাকাত চাই ধরা


২)
ম্যাও ম্যাও ম্যাও
আরো খাবার চাও
কাটা বেছে নাও -
আমায় মাছ দাও


৩)
টোনা টুনি ভাই
চল এখন স্কুলে যাই
বসতে হবে সবার আগে
পাঠ শুনব মন দিয়ে
বাকি খেলা বিকেলে


৪)
পাতি হাঁস কাত কাত
যা চাস তাই পাস
ধান চিটা সব খাস
ডিম কেনো ছোট দিস
মাঝে মধ্যে ভুলে যাস