১)
দাদা দাদি, নানা নানি
আমার হাসির এক ফালি
এই কারণে আমার কাছে;
প্রিয় তারা অনেক বেশী
খায়না বিড়ি পান সুপারি



২)
কিচির মিচির পাখীর ঝাঁক
ফুরে যাচ্ছে সকাল এক
দুপুরের কাজ আগেই শেষ
বিকেলে নেই কোনো রেস


৩)
সাদা বক চক চক
মাছ ধরছে গপা-গপ
তাই দেখে খুকু মণি
ফাঁদ পেতে পেরেশানি



১৫ চৈত্র, ১৪২১
২৯ মার্চ, ২০১৫
০৮ জমাদিউস সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ