আমাকে ধরে তোমরা সকলে উপরে ওঠো
আর শীর্ষে ওঠা হয়ে গেলে
আমাকে অনেকে ভুলে যাও!
হেলায় অবজ্ঞায় দূরে রাখতে চাও!
কিন্তু পারো কোঁথায়?
নামতে গেলে ভেংগে চুরমার হও
প্রাণ বায়ূ যায় যায় প্রায়!
জমিনে রাখতে পারোনা পা
অস্তিত প্রায়; বিলিন, পাইপ লাইন!
সেই তখন আবার আমাকেই তো ডাক
তাৎক্ষণিক আমি সাড়াও দেই
না দিয়ে পারিনা,
মনে রাখিনা তোমাদের ছলা কলা
করিনা কোন মান অভিমান?
আমি যে তোমাদের গুরু!
আর তোমাদের মঙ্গল কামনাই
আমার দ্বিধা দ্বন্দহীন, সতত একমাত্র ব্রত।