হিংসা ঢুকে পড়লে কভু কারো ঘরে
তবে আর খুঁজতে হবেনা তাঁরে
তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে?
বিনামূল্যে বিধ্বংসী অস্ত্র শস্ত্র তবে।

প্রতিরক্ষা কাল নাগ-নাগিনি হলে
কোন ওঝার সাধ্য! সে বিষ নামাবে?
প্রতিষেধক পুরাপুরি অকার্যকর
রাডারেও ধরা পড়বেনা ইন্ধনদাতা?
সিসিটিভি পূর্ণঃস্থাপন হাস্যকর!
ইঁদুর যেখানে কাটে ফাইবার অপটিক।

ধরায় নেমে আসতে বাধ্য স্বর্গ সুখ
পরিবারে থাকে যখন পরস্পর আস্থা
জটিল সমস্যাও নয় প্রতিবন্ধকতা,
অনায়াসে পালায় তখন ব্যর্থতা দুখ।