এগিয়ে চলো, এগিয়ে চলো
এগিয়ে চলো প্রিয়তম বাংলাদেশ!
তোমার চলার নেই শেষ।
তোমায় নিয়ে যারা করে উপহাস
তাদের দেখে দাও তোমার দূরন্ত সাহস
দেখে দাও তোমার দ্যর্থহীন সফলতা!
কিছুতেই নেই কিছুর অপরাগতা।
যতোই আসুক ভূমিকম্প, সুনামি ঝড় ঝঞ্জা।
দুর্যোগ ভেবোনা, রহমত করছে অপেক্ষা।
অপমান ভেবোনা, জেগে ওঠার প্রেরণা।
শত্রুর সাথে নয় শত্রু, গড় মিতালি-মিত্র!
নিজেকে রাখো সদা পুত পবিত্র
যেনো কেউ কভূ সুযোগ না পায়
মডেল হতে পারোনি কিঞ্চিত হেলায়।
সুজলা শস্য শ্যামল নয়নাভিরাম বাংলাদেশ
তোমার কোলে হয় যেনো আমার প্রাণ শেষ।