১)
খালামণি অনেক পঁচা
নখের নিচে ময়লা!
খাবার সাথে তা মিশে
পেটের অসুখ করে।
২)
খেলা-ধূলার ফাঁকে ফাঁকে
লেখা-পড়াও সাথে সাথে
কিছুকে নয় খাটো করে -
সময়ের কাজ করব সময়ে।
৩)
আমি অনেক বড় হয়ে
গাড়ি তোমায় দেবো কিনে,
বাড়ি করবো ভালো করে
চার পাশে জায়গা ছেড়ে-
আলো বাতাস যেন তাতে
সদা আলোকিত রাখে।
৪)
ফুপিমণির বর এসে
বার বার যাবেই ফিরে,
লেখা-পড়ার সময়ে
থাকে যদি টিভি ঘরে।
৫)
খালামণি ভালো দেখেনা
এত্ত মোটা চশমা!
ছোট্ট বেলায় খায়নি সে
ছোট মাছ, শাক, কুমড়া।