১)
খাওয়ার পরে, ঘুমের শেষে
ব্রাশ করবো দেরি না করে
তাতে সতেজ ছড়ায় মাঝে,
সবাই আমায় আদর দেবে
দুর্গন্ধ থাকলে পঁচা বলে ।
২)
ফোকলা বুড়ির দু’টি শিং
দৌড় ঝাপ তিড়িং বিড়িং
ডিমের কুসুম যেন ক্রিম
দুধ পান পরে নিঝুম ড্রিম ।
৩)
বুবুর চোখে খুশির জল
বরের সাথে হরেক ছল
একটু পরে সবাই পর
শ্বশুড় বাড়ি আপন ঘর ।
৪)
বুবুর বিয়ে কালকে
সংগে যাবে কে ?
আমি যাবনা হীরা দিলেও
আঠারোর মোমেন্ট আগেও।
বাবা-মার অনুমতি পেলে
আর আমার পছন্দ হলে,
বর বাড়িতে আসতে পারে
তবুও তা ষোলের পরে ।