কঃ-
বইয়ের বিকল্প বই
যার কোনো তুল্য নাই
কোটি বছর পরেও নিরবধি
অক্ষয় রয় বুলি।

খঃ-
বাছাধন হেলা করে
কোনোকিছু দিসনা ফেলে
ক্ষনে মহাষৌধের কাজ দেবে
যেদিন পাবিনা খুঁজে।

গঃ-
অবাধ্য মন, মানলনা বারণ
মেথরাণীকে পুস্প নিবেদন !
স্বার্থক জনম;
তপস্যা পূর্ণ আবেদন।