বিনোদিনী মালিনী
তোমার কাছে ফুল নিতে আসিনি
ছিঁড়তে নয় একটিও পাঁপড়ি
এসেছি ফুলের কুড়ির কিঞ্চিত সুবাস !
তোমার একটু উঞ্চ শিশ,
ঘাস ফড়িংয়ের কিছু আলাপন
এসেছি দেখতে; কেমন মানাবে -
প্রজাপতির পাশে হিরন ।
বিনোদিনী অভিমানি ! ভাবিনি;
তোমাতে এত মৌ মৌ মৌরি
রূপ লাবণ্যে অনন্য তুমি
ভোমরাদের নানান গুঞ্জন !
হলদিয়া শাড়ি পড়ে হলুদিয়া ময়না
হেয়ালি মনে বেহেলা -
জোনাকি জোনাকি মোহনায়
খেয়ালি ভাব আসমান তারকায় ।