তুমি যতোই হও গুণী
মন নিয়ে করোনা লুকোচুরি ?
তুমি যতোই করো দুষ্টামি
সীমারেখা অতিক্রম নয় জানি।
তোমায় মন দিয়ে কাঁদতে চাইনা আমি
বিরহের যাতনা সইতে পারবেনা জানি
নোনাজলে হয়না তেলেসমাতি
তুমি যতোই হও চাঁদের শশী !
চাইনা আমি;
তোমার মেকি প্রেমপ্রীতি ।
বিনাদোষে মিছামিছি ভালোবাসার খুনি !
স্বপ্নে আছো স্বপ্নেই থাকো;
আমার মহারাজ্যের রাজা তুমি -
আমি তোমার রাণী।