এখনও আমার মন
হু-হু করে কেঁদে ওঠে
যখন তোমার কথা -
স্মৃতিগুলো মনে পড়ে।

ফুলের পাপড়ির মতো
এভাবে যে যাবে ঝরে
যা আর কোনোদিন
উঠবেনা জীয়ে -
তা স্মরণ করতেই
দম বন্ধ হয়ে আসে।

কেনো এমন হলো
গোধূলি বেলাতে এসে,
আমি কখনো তা চাইনি -
মেতে উঠেনি মিথ্যে অভিনয়ে
তবু কেনো মনি-কাঞ্চন গুলো
হাত ছাড়া হলো পথের শেষে!

কে এমন করে কেড়ে নিলে
আমার মুঠোর ভেতর হতে
সে হাতের রেখার লক্ষণগুলো
পাল্টে নিলে আজ হতে।

রচনাঃ
১৫/০৮/১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা