আমি হেরে যেয়েও হারিনি
প্রেম ভালোবাসার কাছে মরিনি
ওদের কাছে দিব্বি বেঁচে আছি
তোমায় ভালোবেসে আমি জিতেছি।
তোমায় ভালোবেসে মনযোগী হয়েছি
প্রতিটি পদে ফলাফল তাই ভালো করেছি
তোমা হতে আমি অনেক কিছু পেয়েছি
যা অন্যের মাঝে খুঁজে কিঞ্চিত পাইনি।
তুমি শিখেয়েছো নতুন করে বাঁচবার
প্রেরণা জুগিয়েছো এই বিশ্বকে দেখবার
গড়া-ভাঙ্গাকে আবার গড়বার -
সাহসিকতা- তোমায় ভালোবাসবার।
তোমায় প্রতিদিন একটি করে লিখেছি
অন্যপক্ষ্যে একটি চিঠিও লিখিনি
ব্যবধান শুধু এতটুকু তোমায় দেয়নি
যার ভাষাগুলো এভাবে সাজিয়েছি।
রচনাঃ
১৫/০৮/১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা।