আপনার নাম কি দেবো তাই ভাবছি;
ইরানি না তুর্কি !
মিলাতে পারছিনা কোনো কিছুর সাথে!
বাদামি বর্ণ চিক চিক-
ঠোঁটে ম্যাজেন্ডা লিপষ্টিক
চোখ দু'টো হরিণি হরিণি- না, আরও কিছু !
বাম হাতে ঠেকে রেখেছে তীব্র রোদ
মাঝে- মধ্যে মিটিমিটি !
বোরকাটি ছিপছিপে কালচে
হালকা সোনালি স্ক্রাফে বড় খোপা বাঁধা
ভ্যানিটি ব্যাগটি খয়েরি গাঢ় লালচে ।
রির্জাভ সিটে চুপ-চাপ মিষ্টি বসা
মাঝপথে কিছু দাঁড়ানো যাত্রীর দেয়াল
হচ্ছেনা ঠিক মতন পর্যবেক্ষন ।
শেষ অবধি -
আমার চোখ ছুঁইলনা তার চোখের মণি
হঠ্যাৎ নেমে গেলো মহাখালি বনানি
মনেই রইল বকুল শেফালি রজনী।
লোকাল বাসে ভিআইপি যাত্রী!
হেয়ালি উঠেছিলো বিমান বন্দর
আমার গন্তব্য বাংলা একাডেমি ।